পরিচ্ছেদঃ
সূরা ফাতিহার শেষে ‘আমীন’ বলার মাহাত্ম্য
হাদিস সম্ভার : ৬৫৮
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৫৮
عَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ إِذَا قَالَ الإِمَامُ -غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ-فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “ইমাম যখন ‘গাইরিল মাগযুবি আলাইহিম অলাযয্বা-ল্লীন’ বলে, তখন তোমরা ‘আমীন’ বল। কারণ যার আমীন বলা ফিরিশুাবর্গের আমীন বলার সাথে একীভূত হয় তার পিছেকার সকল পাপরাশি মাফ হয়ে যায়।” (আহমাদ ৭১৮৭, মালেক ১৯৫, বুখারী ৭৮২, মুসলিম ৯৪৭, আবূ দাউদ ৯৩৬, নাসাঈ ৯২৭, ইবনে মাজাহ, ইবনে হিব্বান ১৮০৪, ইবনে খুযাইমা ৫৭৫, দারেমী ১২৪৬, বাইহাক্বী ২২৬৪নং)