পরিচ্ছেদঃ
ফজর ও আসরের নামাযের ফযীলত
হাদিস সম্ভার : ৬৪৫
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৪৫
عَنْ أَبيْ مُوسَى أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ مَنْ صَلَّى البَرْدَيْنِ دَخَلَ الجَنَّةَ متفقٌ عَلَيْهِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি দুই ঠান্ডা নামায পড়ে, সে জান্নাত প্রবেশ করবে।” (বুখারী ৫৭৪নং, মুসলিম ১৪৭০নং) দুই ঠান্ডা নামায হচ্ছেঃ ফজর ও আসরের নামায।