পরিচ্ছেদঃ
ফিরিশতার প্রতি ঈমান
হাদিস সম্ভার : ৫৯
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৯
জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আরশ বহনকারী ফিরিশতামন্ডলীর অন্যতম ফিরিশতা সম্বন্ধে বর্ণনা দিতে আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে, তাঁর কানের লতি থেকে কাঁধ পর্যন্ত মধ্যবর্তী স্থানের দূরত্ব হল সাতশ বছরের পথ।” (আবূ দাঊদ ৪৭২৯, সিঃ সহীহাহ ১৫১নং)