পরিচ্ছেদঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার : ৫৪৫
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৪৫
عَن عَائِشَةَ قَالَتْ: ্রمَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ قَائِمًا فَلَا تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلَّا قَاعِدًاগ্ধ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি তোমাদেরকে বলবে যে, নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে পেশাব করতেন, তার কথা বিশ্বাস করে না। যেহেতু তিনি বসে বসেই পেশাব করতেন।” (তিরমিযী ১২, নাসাঈ ২৯, ইবনে মাজাহ ৩০৭নং)