পরিচ্ছেদঃ
ফিরিশতার প্রতি ঈমান
হাদিস সম্ভার : ৫৪
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৪
আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার সাথে সঙ্গী জ্বিন এবং সঙ্গী ফিরিশ্তা নিযুক্ত নেই।” (মুসলিম ৭২৮৬ নং)