পরিচ্ছেদঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার : ৫৩৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৩৭
عَن مَكْحُول رَضِيَ اللَّهُ عَنهُ ُ نهى: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَالَ بِأَبْوَابِ الْمَسَاجِدِগ্ধ
মাকহূল হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) মসজিদের দরজায় পেশাব করতে নিষেধ করেছেন। (মুরসাল হাদীস, সিঃ সহীহাহ ২৭২৩নং)