পরিচ্ছেদঃ
গায়বী খবর আল্লাহ্ই জানেন
হাদিস সম্ভার : ৪৫
হাদিস সম্ভারহাদিস নম্বর ৪৫
রুবাইয়ে বিন্তে মুআওবিয হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক বালিকাকে যখন কবিতায় বলতে শুনলেন, “আমাদের মাঝে এমন নবী আছেন; যিনি আগামীকালের অবস্থা জানেন।” তখন তিনি বললেন, “এই কথাটি ছেড়ে দাও (বলো না) বাকী যেগুলি বলছিলে সেগুলি বল।” (বুখারী ৪০০১নং)