পরিচ্ছেদঃ
ফিত্না-ফাসাদের সময় উপাসনা করার ফযীলত
হাদিস সম্ভার : ১৮৯৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ১৮৯৬
عَن مَعْقِلِ بنِ يَسَارٍ رَضِيَ اللهُ عَنْهُما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم العِبَادَةُ في الهَرْجِ كَهِجْرَةٍ إِليَّ رواه مسلم
মা’ক্বিল ইবনে য়্যাসার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “ফিতনা-ফাসাদের সময় ইবাদত-বন্দেগী করা, আমার দিকে ‘হিজরত’ করার সমতুল্য।” (মুসলিম ৭৫৮৮, মিশকাত ৫৩৯১ নং)
* (ঈমান ও দ্বীন বাঁচানোর জন্য স্বদেশত্যাগ করাকে ‘হিজরত’ করা বলে।)