পরিচ্ছেদঃ
পুরুষের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব এবং তার দু’আ
হাদিস সম্ভার : ১৪০২
হাদিস সম্ভারহাদিস নম্বর ১৪০২
عَنْ أَبِيْ هُرَيْرَةَ : أن رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لعن زَوَّارات القبور
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, “অধিক কবর যিয়ারতকারিণী মহিলাদেরকে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) অভিসম্পাত করেছেন।” (তিরমিযী ১০৫৬, ইবনে মাজাহ ১৫৭৬, ইবনে হিব্বান, আহমাদ ২/৩৩৭, ৩৫৬)