পরিচ্ছেদঃ
রুক্নদ্বয়ের মাহাত্ম্য
হাদিস সম্ভার : ১১৬৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ১১৬৭
عَنِ ابنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إِنَّ مَسْحَهُمَا يَحُطَّانِ الْخَطِيئَةَ
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “(হাজরে আসওয়াদ ও রুক্নে য়্যামানী) উভয়কে স্পর্শ পাপ মোচন করে।” (আহমাদ ৫৭০১, নাসাঈ ২৯১৯, ইবনে খুযাইমাহ, সহীহ নাসাঈ ২৭৩২)