পরিচ্ছেদঃ
জ্বিন ও শয়তান জগৎ
হাদিস সম্ভার : ১০৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ১০৬
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আর এক বর্ণনায় আছে, “এমন কোন নব জাতক আদম-সন্তান নেই, যাকে তার জন্মের সময় শয়তান স্পর্শ করে না। সে সময় সে চিৎকার ক’রে কেঁদে ওঠে। তবে মারয়্যাম ও তাঁর সন্তানের কথা স্বতন্ত্র।” (বুখারী ৪৫৪৮, মুসলিম ৬২৮২নং)