পরিচ্ছেদঃ
জ্বিন ও শয়তান জগৎ
হাদিস সম্ভার : ১০২
হাদিস সম্ভারহাদিস নম্বর ১০২
আমর বিন আহওয়াস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “সাবধান! শয়তান এ বিষয়ে নিরাশ হয়েছে যে, তোমাদের এই দেশে কখনও তার উপাসনা করা হবে। তবে তোমরা তোমাদের যে কৰ্মকে তুচ্ছ গণ্য কর, তাতে তার আনুগত্য করা হবে। আর তা নিয়েই সে তুষ্ট হবে।” (তিরমিয়ী ২১৫৯নং)