পরিচ্ছেদঃ
মিশওয়াক করার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৯৭
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৯৭
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : “আমার উম্মাতের জন্য কষ্টকর হবার সম্ভাবনা না থাকলে আমি প্রত্যেক সলাতের জন্য মিসওয়াক করার আদেশ দিতাম।”
৬৪ হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/৮৩৮