পরিচ্ছেদঃ
উযূ করে সলাত আদায়ের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৮২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৮২
‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন একদা রাসূলুল্লাহ্ (সাঃ) পূর্ণাঙ্গরূপে উযূ করার পর বললেন। যে ব্যক্তি আমার ও উযূর ন্যায় উযূ করার পর একাগ্রচিত্তে দু’ রাক’আত সলাত আদায় করবে এবং এ সময় অন্য কোন ধারণা তার অন্তরে উদয় হবে না। তাহলে তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/১৫৫