পরিচ্ছেদঃ
ফাযায়িলে ত্বাহারাত - উযূ করার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৭৬
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৭৬
‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি এভাবে (উত্তমরূপে) উযূ করে, তার পূর্বেকার সকল গুনাহ্ ক্ষমা করে দেয়া হয়। ফলে তার সলাত ও মাসজিদে যাওয়া অতিরিক্ত ‘আমল বলে গণ্য হয়।
হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৬৬