পরিচ্ছেদঃ
শির্ক না করার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৬৮
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৬৮
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন : আল্লাহ্ তা’আলা বলেন : কেউ একটি নেক ‘আমল করলে এর বিনিময়ে তাকে এর দশগুণ বা আরো অধিক দিবো। কেউ যদি একটি গুনাহ করে তাহলে এর বিনিময়ে কেবল একটি গুনাহ (লিখা) হবে অথবা আমি তাকে ক্ষমা করে দিবো। আর কেউ যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহসহ উপস্থিত হয় এবং আমার সাথে কাউকে শরীক না করে থাকে তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তার কাছে এগিয়ে যাবে। [১]
[১] হাদীস সহীহ : আহমাদ হা/২১৩৬০