পরিচ্ছেদঃ
মৃত্যুর সময় কালেমা পাঠের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৫৯
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৫৯
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
অন্য বর্ণনায় রয়েছে : “যে ব্যক্তির শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।” (আবূ দাঊদ, হাকিম, ইবনু মানদাহ্ ‘আত-তাওহীদ’ এবং আহমাদ। ইমাম হাকিম বলেন : সানাদ সহীহ। ইমাম যাহাবীর মতও তাই। শায়খ আলবানী একে হাসান বলেছেন। ইরওয়াউল গালীল হা/৬৮৭)