পরিচ্ছেদঃ
‘লা ইলাহা ইল্লাল্লাহ’- বলার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৫৬
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৫৬
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা জিবরীল (আ) রাসূলুল্লাহ্ (সাঃ) -এর নিকট এসে জিজ্ঞেস করলেন, ইসলাম কী ? রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : “ইসলাম হল, তুমি এক আল্লাহর ‘ইবাদাত করবে তাঁর সাথে কাউকে শরীক করবে না। আর সলাত ক্বায়িম করবে ও ফরয যাকাত প্রদান করবে এবং রামাযানের সিয়াম পালন করবে।” (সহীহুল বুখারী, সহীহ মুসলিম, আহমাদ)