পরিচ্ছেদঃ
‘লা ইলাহা ইল্লাল্লাহ’- বলার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৫৪
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৫৪
মিক্বদাদ ইবনু আসওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ)- কে বলতে শুনেছি : যমীনের উপর এমন কোন মাটির ঘর বা তাঁবু অবশিষ্ট থাকবে না যেখানে মহান আল্লাহ্ ইসলামের কালেমা (হুকুমাত) প্রবেশ না করাবেন। যারা মানবে তাদেরকে কালেমার অধিকারী (অনুসারী) হিসেবে সম্মানিত করবেন এবং যারা মানবে না তাদেরকে অপদস্থ করবেন। অতঃপর তারা (জিযিয়া দিয়ে) মুসলিমদের অধীনস্থ হয়ে থাকবে। [১]
[১] সানাদ সহীহ : আহমাদ হা/২৩৮১৪