পরিচ্ছেদঃ
যে ‘আমলের দ্বারা ঈমানের স্বাদ পাওয়া যায়
সহিহ ফাযায়েলে আমল : ৩৮
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৩৮
‘আব্বাস ইবনু ‘আবদুল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ্ (সাঃ) - কে বলতে শুনেছেন: যে ব্যক্তি সন্তুষ্টিচিত্তে আল্লাহকে রব্ব, ইসলামকে নিজের দ্বীন এবং মুহাম্মাদ (সাঃ) - কে রাসূল হিসেবে মেনে নিয়েছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। [১]
[১] হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/১৬০