পরিচ্ছেদঃ
ইসলাম গ্রহণ নিরাপত্তার বিধান দেয়
সহিহ ফাযায়েলে আমল : ৩২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৩২
হিশাম ইবনু ‘উরওয়াহ্ হতে বর্ণিতঃ
“হাকিম হিযাম জাহিলী যুগে একশো দাস মুক্ত করেছেন এবং সওয়ারীর জন্য একশো উট দান করেছিলেন। অতঃপর মুসলিম হওয়ার পরও পুনরায় একশো দাস মুক্ত করেছেন এবং আল্লাহর পথে জিহাদের জন্য একশো উট দান করেছেন। অতঃপর নাবী (সাঃ)-এর নিকট আসলেন।” হাদীসের বাকী অংশ পূর্বের হাদীসের অনুরূপ। (সহীহ মুসলিম হা/১৪১)