পরিচ্ছেদঃ
মাসজিদ ঝাড়– দেয়ার ফযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১২৪
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১২৪
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাঃ) আদেশ করেছেন মহল্লায় মাসজিদ নির্মাণ ও মাসজিদকে পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখতে।
হাদীস সহীহ : আবূ দাঊদ হা/৪৫৫, তিরমিযী হা/৫৯৪- হাদীসের শব্দাবলী উভয়ের, শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।