পরিচ্ছেদঃ
মাসজিদে লেগে থাকার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১২২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১২২
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাঃ) বলেছেন : যতক্ষণ কোন মুসলিম ব্যক্তি মাসজিদে সলাত ও যিকিরে মশগুল থাকে,আল্লাহ্ তার প্রতি এরূপ সন্তোষ প্রকাশ করে থাকেন, যেরূপ প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে তার ঘরের লোকেরা তাকে পেয়ে খুশি হয়ে থাকে।৮৪
৮৪ হাদীস সহীহ : ইবনু মাজাহ হা/৮০০- শায়খ আলবানী বলেন হাদীসটি সহীহ এবং তা বুখারী ও মুসলিমের শর্তে, যেমনটি হাকিম বলেছেন।