পরিচ্ছেদঃ
সকাল সন্ধ্যায় মাসজিদে যাওয়ার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১২০
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১২০
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাঃ) বলেছেন : যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সালাত আদায় করতে মাসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ্ তা’আলা ততবারই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারীর উপকরণ প্রস্তুত করেন।
হাদীস সহীহ ; সহীহুল বুখারী হা/৬২২