পরিচ্ছেদঃ
আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে দু’আর ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১১৫
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১১৫
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যখন সলাতের ইক্বামাত দেয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দু’আ কবুল করা হয়।
হাদীস হাসান : আহমাদ হা/১৪৬৮৯- হাদীসের শব্দাবলী তার, সহীহ আত-তারগীব হা/২৬০, শায়খ আলবানী হাদীসটিকে সহীহ লিগাইরিহি বলেছেন।