পরিচ্ছেদঃ
শিরকে আসগার
সহিহ ফাযায়েলে আমল : ১০
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১০
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাঃ) আরো বলেন : “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাঝে তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই।” (সহীহুল বুখারী ও সহীহ মুসলিম)