৪১৪.
অনুচ্ছেদঃ ঘোড়ায় কুলক্ষণ।
আদাবুল মুফরাদ : ৯২৪
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯২৪
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ، وَسَالِمٍ ابْنَيْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشُّؤْمُ فِي الدَّارِ، وَالْمَرْأَةِ، وَالْفَرَسِ» ---[قال الشيخ الألباني] : شاذ والمحفوظ عن ابن عمر وغيره (إن كان الشؤم في شيء ففي الدار)
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ কুলক্ষণ (বলতে কিছু থাকলে তাবারানী) ঘরবাড়ি, স্ত্রীলোক ও ঘোড়ায়। -(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তাহাবী)