৪০০.
অনুচ্ছেদঃ বিদ্রোহের শাস্তি।
আদাবুল মুফরাদ : ৯০৩
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯০৩
وَبَابَانِ يُعَجَّلَانِ فِي الدُّنْيَا: الْبَغْيُ، وَقَطِيعَةُ الرَّحِمِ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাঃ) বলেনঃ দু’টি অপরাধের শাস্তি সত্বর দুনিয়াতেই দেয়া হয় (১) বিদ্রোহ এবং (২) আত্মীয়তার বন্ধন ছিন্ন করা।