৩৯৩.
অনুচ্ছেদঃ বিপরীতাৰ্থক উপমা।
আদাবুল মুফরাদ : ৮৯১
আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৯১
حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ لَهُ، فَحَدَا الْحَادِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْفُقْ يَا أَنْجَشَةُ - وَيْحَكَ - بِالْقَوَارِيرِ»
আনাস ইবনে মালেক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃ) তাঁর এক সফরে ছিলেন। চালক হুদী গান গেয়ে (জতুযান হাঁকিয়ে নিয়ে) যাচ্ছিল। নবী (সাঃ) বলেনঃ হে আনজাশা! তোমার জন্য আফসোস, সদয় হও কাঁচপাত্রগুলোর ব্যাপারে। (বুখারী, মুসলিম)