৫৬৫.
অনুচ্ছেদঃ শরীর এলিয়ে দেয়া।
আদাবুল মুফরাদ : ১১৯৮
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৯৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ أُمِّ بَكْرٍ بِنْتِ الْمِسْوَرِ، عَنْ أَبِيهَا قَالَ: رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ مُسْتَلْقِيًا، رَافِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى---[قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا
মিসওয়ার (রাঃ)-র কন্যা উম্মু বাকর (র) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবদুর রহমান ইবনে আওফ (রাঃ)-কে তার এক পায়ের উপর অপর পা তুলে শুয়ে থাকতে দেখেছি।