৪৭৬.
অনুচ্ছেদঃ যে ব্যক্তি সালামের জবাব দেয়নি।
আদাবুল মুফরাদ : ১০৫০
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০৫০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ قَالَ: التَّسْلِيمُ تَطَوَّعٌ، وَالرَّدُّ فَرِيضَةٌ
হাসান (র) হতে বর্ণিতঃ
সালাম দেয়া হলো নফল (ঐচ্ছিক)। কিন্তু তার উত্তর দেয়া ফরয (বাধ্যতামূলক)।