৪৬৯.
অনুচ্ছেদঃ পাপাচারীকে সালাম দিবে না।
আদাবুল মুফরাদ : ১০২৮
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০২৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، وَمُعَلَّى، وَعَارِمٌ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ قَالَ: لَيْسَ بَيْنَكَ وَبَيْنَ الْفَاسِقِ حُرْمَةٌ
হাসান (র) হতে বর্ণিতঃ
তোমার ও পাপাসক্ত ব্যক্তির মধ্যে সম্মানের কোন সম্পর্ক থাকবে না।