৪৫৬.
অনুচ্ছেদঃ পদচারী কি আরোহীকে সালাম দিবে?
আদাবুল মুফরাদ : ১০০৬
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০০৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّهُ لَقِيَ فَارِسًا فَبَدَأَهُ بِالسَّلَامِ، فَقُلْتُ: تَبْدَأُهُ بِالسَّلَامِ؟ قَالَ: رَأَيْتُ شُرَيْحًا مَاشِيًا يَبْدَأُ بِالسَّلَامِ
হুসাইন (র) হতে বর্ণিতঃ
এক অশ্বারোহীর সাথে শাবী (র)-এর সাক্ষাত হলে তিনি তাকেপ্রথমে সালাম দেন। আমি বললাম, আপনি তাকে প্রথমে সালাম দিলেন? তিনি বলেন, আমি শুরায়হ (রাঃ)-কে পদব্ৰজে যেতে প্রথমে সালাম দিতে দেখেছি।