অনুচ্ছেদ-১৪৪
রুকু‘ হতে মাথা উঠানোর সময় যা বলবে
সুনানে আবু দাউদ : ৮৪৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮৪৯
حَدَّثَنَا بِشْرُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، قَالَ لاَ يَقُولُ الْقَوْمُ خَلْفَ الإِمَامِ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ وَلَكِنْ يَقُولُونَ رَبَّنَا لَكَ الْحَمْدُ .
‘আমির (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি বলেন, মুক্তাদীগণ ইমামের পিছনে “সামিআল্লাহু লিমান হামিদাহ্” বলবে না, বরং বলবে “রব্বানা লাকাল হামদ”।