অনুচ্ছেদ-১৩
ফিত্বনাহ্ চলাকালে বাকসংযমী হওয়া
সুনানে আবু দাউদ : ৪৬৬৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬৬৫
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ ضُبَيْعَةَ بْنِ حُصَيْنٍ الثَّعْلَبِيِّ، بِمَعْنَاهُ .
দুবাই‘আহ ইবনু হুসাইন আস-সা‘লাবী (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
পূর্বোক্ত হাদীসের অর্থানুরূপ বর্ণিত। [৪৬৬৪]আমি এটি সহীহ এবং যঈফে পাইনি।
[৪৬৬৪] এর পূর্বের হাদীস দেখুন।