অনুচ্ছেদ-৭
কেউ রক্ত সম্পর্কীয় মুহাররাম গোলামের মালিক হলে
সুনানে আবু দাউদ : ৩৯৫১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، قَالَ مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ .
ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
হাসান (রহঃ) বলেন, কোন ব্যক্তি নিকট আত্মীয়ের মনিব হলে, সে সরাসরি মুক্ত। [৩৯৫১]
[৩৯৫১] নাসায়ী