অনুচ্ছেদ-৩
জ্ঞানের কথা লিখে রাখা
সুনানে আবু দাউদ : ৩৬৫০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৬৫০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ قُلْتُ لأَبِي عَمْرٍو مَا يَكْتُبُوهُ قَالَ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا يَوْمَئِذٍ مِنْهُ .
আল-ওয়ালীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ ‘আমর (রহঃ)-কে প্রশ্ন করলাম, তারা কী লিখেছেন? তিনি বলেন, সে সময়ে তিনি তাঁর যে ভাষণ শুনেছিলেন তা। [৩৬৫০]
[৩৬৫০] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন ।