অনুচ্ছেদ-৭
বিচারক যদি ভুল সিদ্ধান্ত দেন
সুনানে আবু দাউদ : ৩৫৮৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৫৮৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو عُثْمَانَ الشَّامِيُّ، وَلاَ إِخَالُنِي رَأَيْتُ شَامِيًّا أَفْضَلَ مِنْهُ يَعْنِي حَرِيزَ بْنَ عُثْمَانَ .
আবূ ‘উসমান আশ-শামী (রহঃ) হতে বর্ণিতঃ
আমার (আবূ ‘উসমান) মতে হারীয ইবনু ‘উসমানের চেয়ে কোন শামবাসীই অধিক উত্তম নয়।