অনুচ্ছেদ-৫২
ভেজাল দেয়া নিষেধ
সুনানে আবু দাউদ : ৩৪৫৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪৫৩
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، عَنْ عَلِيٍّ، عَنْ يَحْيَى، قَالَ كَانَ سُفْيَانُ يَكْرَهُ هَذَا التَّفْسِيرَ لَيْسَ مِنَّا لَيْسَ مِثْلَنَا .
ইয়াহইয়া (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সুফিয়ান সাওরী (রহঃ) ‘‘লাইসা মিন্না’ -এর ব্যাখ্যা ‘আমাদের মত নয়’ করাকে অপছন্দ করতেন।