অনুচ্ছেদ-১৪
রৌপ্যমুদ্রার বিনিময়ে স্বর্ণমুদ্রা নেয়া
সুনানে আবু দাউদ : ৩৩৫৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৩৫৫
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الأَسْوَدِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَالأَوَّلُ أَتَمُّ لَمْ يَذْكُرْ " بِسِعْرِ يَوْمِهَا " .
সিমাক (রহঃ) তার সানাদ হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু (আরবি) বাক্যাংশটুকু উল্লেখ করেননি। তবে পূর্ববর্তী বর্ণনাটি পুর্ণাঙ্গ। আমি এটি সহীহ এবং যঈফেও পাইনি।