অনুচ্ছেদ-৩৬
কাউকে জায়গীর হিসাবে জমি দেয়া
সুনানে আবু দাউদ : ৩০৫৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩০৫৯
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا جَامِعُ بْنُ مَطَرٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، بِإِسْنَادِهِ مِثْلَهُ .
‘আলক্বামাহ ইবনু ওয়াইল (রহঃ) হতে বর্ণিতঃ
‘আলক্বামাহ ইবনু ওয়াইল (রহঃ) নিজ সানাদে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন।আমি এটি সহীহ এবং যঈফেও পাইনি।