অনুচ্ছেদ-৬
যে ধরনের পশু কুরবানীর উপযুক্ত নয়
সুনানে আবু দাউদ : ২৮০৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮০৬
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مَا الأَعْضَبُ قَالَ النِّصْفُ فَمَا فَوْقَهُ .
ক্বাতাদাহ (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব (র)-কে জিজ্ঞেস করি, আ’দাব কোন ধরনের পশু? তিনি বলেন, যে পশুর কান বা শিং অর্ধেক বা ততোধিক ভাঙ্গা বা কাটা।