অনুচ্ছেদ-৯১
শত্রুর জনপদে অগ্নিসংযোগ
সুনানে আবু দাউদ : ২৬১৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬১৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ، سَمِعْتُ أَبَا مُسْهِرٍ، قِيلَ لَهُ أُبْنَى . قَالَ نَحْنُ أَعْلَمُ هِيَ يُبْنَى فِلَسْطِينَ .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর আল-গাযযী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি শুনেছি আবূ মুসহিরকে উবনা নামক জনপদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমরা তো ফিলিস্তীনের ‘ইউবনা’ নামক স্থানকেই ‘উবনা’ বলে জানি।তাহকিক আলবানী - হাদিসের মানঃ মাক্কতু