অনুচ্ছেদ- ২৭৯
মুসাফির কখন পূর্ণ সলাত আদায় করবে?
সুনানে আবু দাউদ : ১২৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৩২
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنِي أَبِي، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ ابْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقَامَ بِمَكَّةَ سَبْعَ عَشْرَةَ يُصَلِّي رَكْعَتَيْنِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহতে সতের দিন অবস্থানকালে (ফরয সলাত চার রাকা’আতের স্থলে) দু’ রাকা’আত করে সলাত আদায় করেন। [১২৩৫]দুর্বল মুনকার। সহীহ হচ্ছে ঊনিশ দিন।
[১২৩৫] এর সানাদ দূর্বল। সানাদে ‘আবদুল্লাহ ইবনু শারীকের স্মরণশক্তি খারাপ, যেমন ‘আত-তাক্বরীব’ গ্রন্থে রয়েছে।