পরিচ্ছেদ ৯৫:
জিলহজ্জ মাসের প্রথম দশকে নেক আমল বেশী বেশী করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৯৫
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৯৫
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনে আব্বাস (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “এই (অর্থাৎ, যিলহজ্জ মাসের প্রথম দশকের) দিনগুলোতে যে আমল করা হয় তার চেয়ে উত্তম আর কোন আমল নেই। সাহাবাগন জিজ্ঞেস করলেন, জিহাদও কি উত্তম নয়? তিনি বললেন, “জিহাদও উত্তম নয়।” তবে সেই ব্যক্তির কথা স্বতন্ত্র, যে নিজের জান ও মাল ধ্বংসের মুখে জেনেও জিহাদের দিকে এগিয়ে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না।” (বুখারী ৯৬৯)