পরিচ্ছেদ ৯০:
সাদক্বায়ে জারীয়া
১০০ সুসাব্যস্ত হাদিস : ৯০
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৯০
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের নেকী জারী থাকে। সাদক্বায়ে জারীয়া, ফলপ্রসূ ইল্ম এবং সুসন্তান যে তার জন্য দুআ করে।” (মুসলিম ১৬৩১)