পরিচ্ছেদ ৬৬:
বৃষ্টি হওয়ার সময় দুআ করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৬৬
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৬৬
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন বৃষ্টি হতে দেখতেন, তখন বলতেন, “আল্লাহুম্মা সাইয়েবান নাফিআ” (হে আল্লাহ্ মুষলধারে উপকারী বৃষ্টি বর্ষাও)। (বুখারী ১০৩২)