পরিচ্ছেদ ৫৬:
রোগ মুক্তির উদ্দেশ্যে যমযমের পানি পান করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৫৬
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৫৬
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যমযমের পানি সম্পর্কে বলেন, “উহা বরকতময় পানি। উহা খাদ্যের কাজ করে।” (মুসলিম ২৪৭৩)তায়ালাসী আরো একটু বৃদ্ধি করে বলেন, “এবং তাতে রয়েছে রোগের নিরাময়।”