পরিচ্ছেদ ৫১:
পানাহারের পর আল্লাহ্র প্রশংসা করা
১০০ সুসাব্যস্ত হাদিস : ৫১
১০০ সুসাব্যস্ত হাদিসহাদিস নম্বর ৫১
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “অবশ্যই আল্লাহ্ এমন বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাবার খেয়ে এর (খাবারের) জন্য তাঁর প্রশংসা করে অথবা পান করে এর (পানীয় বস্তুর) জন্য তাঁর প্রশংসা করে।” (মুসলিম ২৭৩৪)