পরিচ্ছেদঃ
সত্য-মিথ্যা
ঊপদেশ : ৫৫
ঊপদেশহাদিস নম্বর ৫৫
عَنْ أَبِيْ بَكْرٍ الصِّدِّيْقِ رَضِىَ اللهُ عَنْهُ يَقُوْلُ إِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ مُجَانِبٌ لِلإِيْمَانِ.
আবুবকর ছিদ্দীক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক। নিশ্চয়ই মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে’ (বায়হাক্বী কুবরা হা/২০৬১৫)।